ওয়ার্ড ডকুমেন্টে কাজ করার সময় টেক্সট বক্স ফরম্যাট করার প্রয়োজন হয়। টেক্সট বক্স ফরম্যাট করে টেক্সট উপস্থাপন করাও গুরুত্বপূর্ণ। এমএস ওয়ার্ড ২০১৯ সহ সকল ভার্সনের ডকুমেন্টে টেক্সট বক্স বিভিন্নভাবে ফরম্যাট করার সুবিধা রয়েছে।
এ পর্বে আমরা কিভাবে এমএস ওয়ার্ড ২০১৯ ডকুমেন্টে টেক্সট বক্সের ফিল, আউটলাইন, সেইপ, স্যাডো ইফেক্ট এবং ৩-ডি ইফেক্ট ইত্যাদি পরিবর্তন করা যায় সে সকল বিষয় নিয়ে আলোচনা করবো।
পূর্বের পর্বঃ এমএস ওয়ার্ডে টেক্সট বক্স ইনসার্ট করা
টেক্সট বক্সের স্টাইল পরিবর্তন করা (Change Text Box Style)
ওয়ার্ড ডকুমেন্টে টেক্সট বক্স যুক্ত করার পর আমাদের টেক্সট বক্সের স্টাইল পরিবর্তন করার প্রয়োজন হয়। নিম্নোক্ত পদক্ষেপ অনুসরণ করে আপনি আপনার ডমুমেন্ট এর টেক্সট বক্সের স্টাইল পরিবর্তন করতে পারবেন।
1. প্রয়োজনীয় টেক্সট বক্সটি পূর্বের পোস্টে দেখানোর নিয়মে সিলেক্ট করুন।
2. Shape Format ট্যাবের Shape Styles প্যানেল হতে প্রয়োজনীয় স্টাইল এর ওপর ক্লিক করুন।
3. দেখতে পাবেন সিলেক্টকৃত টেক্সট বক্স এর স্টাইলটি পরিবর্তিত হয়েছে।
টেক্সট বক্সের ফিল পরিবর্তন করা (Change Text Box Fill)
টেক্সট বক্সের ফিল কালার পরিবর্তন করার জন্য Shape Fill কমাণ্ড ব্যবহার করা হয়। নিম্নোক্ত পদক্ষেপ অনুসরণ করে আপনি আপনার ডমুমেন্ট এর টেক্সট বক্সের ফিল কালার পরিবর্তন করতে পারবেন।
1. যে টেক্সট বক্সটির ফিল কালার পরিবর্তন করতে চান তা সিলেক্ট করুন।
2. Shape Format ট্যাবের Shape Styles প্যানেল হতে Shape Fill এর ড্রপ-ডাউন এ্যারোতে ক্লিক করুন।
3. এবার প্রদর্শিত ড্রপডাউন মেন্যু হতে প্রয়োজনীয় অপশন/কালার সিলেক্ট করুন।
4. দেখতে পাবেন সিলেক্ট করা কালারে আপনার টেক্সট বক্স এর কালার পরিবর্তিত হয়েছে।
আরো পড়ুনঃ
এমএস ওয়ার্ডে পৃষ্ঠা বিভাজন করা
এমএস ওয়ার্ডে অটো পৃষ্ঠা নাম্বার যুক্ত করা
নিম্নে Shape Fill অপশনে বিভিন্ন কমাণ্ডের বর্ণনা দেয়া হলো:-
1. Theme Color: টেক্সট বক্সের ফিল কালার পরিবর্তন করার জন্য ব্যবহার করা হয়।
2. Standard Color: টেক্সট বক্সের ফিল কালার স্ট্যান্ডার্ড কালার ব্যবহার করে পরিবর্তন করা যায়।
3. No Fill: টেক্সট বক্সের ফিল কালার বাদ দেওয়ার জন্য ব্যবহার করা হয়।
4. More Fill Color: টেক্সট বক্সের আরো ফিল কালার অপশন আনতে এ কমান্ড ব্যবহার করা হয়।
5. Picture: টেক্সট বক্সের ফিল কালারে পরিবর্তে ছবি যুক্ত করার জন্য।
6. Gradient: টেক্সট বক্সের ফিল কালারটি গ্রেডিয়েন্ট করার জন্য।
7. Texture: টেক্সট বক্সের ফিল কালারটি টেক্সজার কালারে পরিবর্তন করার জন্য।
8. Pattern: টেক্সট বক্সের ফিল কালারটি প্যাটার্ন কালারে পরিবর্তনের জন্য।
টেক্সট বক্সের আউটলাইন পরিবর্তন করা (Change Text Box Outline)
টেক্সট বক্সের আউটলাইন / বর্ডার কালার পরিবর্তন করা Shape Outline কমাণ্ড প্রয়োগ করা হয়। নিম্নোক্ত পদক্ষেপ অনুসরণ করে আপনি আপনার ডমুমেন্ট এর টেক্সট বক্সের আউটলাইন / বর্ডার কালার পরিবর্তন করতে পারবেন।
1. প্রয়োজনীয় টেক্সট বক্সটি সিলেক্ট করুন।
2. Shape Format ট্যাবের Shape Styles প্যানেল হতে Shape Outline এর ড্রপ-ডাউন এ্যারোতে ক্লিক করুন।
3. এবার প্রদর্শিত ড্রপডাউন মেন্যু হতে প্রয়োজনীয় অপশন সিলেক্ট করুন।
আরো পড়ুনঃ
এমএস ওয়ার্ডে বুলেট এন্ড নাম্বারিং করা
এমএস ওয়ার্ডে টেক্সট এলাইনমেন্ট করা
এমএস ওয়ার্ডে টেক্সট ডেকোরেশন করা
নিম্নে Shape Outline অপশনে বিভিন্ন কমাণ্ডের বর্ণনা দেয়া হলো:-
1. Theme Color: এখান থেকে টেক্সট বক্সের আউটলাইন / বর্ডারের কালার পরিবর্তন করার জন্য।
2. Standard Color: টেক্সট বক্সের আউটলাইন / বর্ডার কালার স্ট্যান্ডার্ড কালার দ্বারা পরিবর্তন করার জন্য।
3. No Outline: টেক্সট বক্সের আউটলাইন / বর্ডার কালার বাদ দেওয়ার জন্য।
4. More Outline Colors: এখান থেকে টেক্সট বক্সের আরো আউটলাইন / বর্ডার কালার অপশন আনার জন্য।
5. Weight: টেক্সট বক্সের বর্ডার মোটা বা চিকন করার জন্য।
6. Dashes: টেক্সট বক্সের আউটলাইন / বর্ডার কালার বিভিন্ন Dashe স্টাইল দ্বারা পরিবর্তন করার জন্য।
7. Pattern: টেক্সট বক্সের আউটলাইন / বর্ডার কালার বিভিন্ন প্যাটার্ন দ্বারা পরিবর্তন করতে পারবেন।
টেক্সট বক্সের সেইপ পরিবর্তন করা (Change Text Box Shape)
টেক্সট বক্সটি বিভিন্ন সেইপে পরিবর্তন করতে Change Shape কমাণ্ড প্রয়োগ করা হয়। নিম্নোক্ত পদক্ষেপ অনুসরণ করে আপনি আপনার ডমুমেন্ট এর টেক্সট বক্সের আউটলাইন / বর্ডার কালার পরিবর্তন করতে পারবেন।
1. প্রয়োজনীয় টেক্সট বক্সটি সিলেক্ট করুন।
2. Shape Format ট্যাবের Insert Shapes প্যানেল হতে Edit Shape এর ড্রপ-ডাউন এ্যারোতে ক্লিক করুন।
3. প্রদর্শিত ড্রপডাউন মেন্যু হতে Change Shape ক্লিক করুন।
4. প্রদর্শিত Shape সমূহ হতে প্রয়োজনীয় Shape এ ক্লিক করুন।
5. দেখতে পাবেন সিলেক্টকৃত টেক্সট বক্সটি সিলেক্ট করা Shape এ পরিবর্তিত হয়েছে।
টেক্সট বক্সে স্যাডো দেয়া (Create Text Box Shadow)
টেক্সট বক্সে স্যাডো (ছায়া) ইফেক্ট দিতে Shadow Effects কমাণ্ড প্রয়োগ করা হয়। নিম্নোক্ত পদক্ষেপ অনুসরণ করে আপনি আপনার ডমুমেন্ট এর টেক্সট বক্সে Shadow Effects প্রয়োগ করতে পারবেন।
1. প্রয়োজনীয় টেক্সট বক্সটি সিলেক্ট করুন।
2. Shape Format ট্যাবের Shape Styles প্যানেল হতে Shape Effects এর ড্রপ-ডাউন এ্যারোতে ক্লিক করুন।
3. প্রদর্শিত ড্রপডাউন মেন্যু হতে Shadow বাটনে ক্লিক করুন।
4. Shadow অপশনে থাকা বিভিন্ন অপশন হতে প্রয়োজনীয় অপশনটিতে ক্লিক করুন।
5. দেখতে পাবেন ডকুমেন্টের সিলেক্টকৃত টেক্সট বক্সটি স্যাডো দ্বারা পরিবর্তিত হয়েছে।
টেক্সট বক্সে স্যাডো কালার পরিবর্তন করা (Change Text Box Shadow Color)
টেক্সট বক্সে স্যাডো (ছায়া) এর কালার পরিবর্তন করতে Shadow Color কমাণ্ড ব্যবহার করা হয়। নিম্নোক্ত পদক্ষেপ অনুসরণ করে আপনি আপনার ডমুমেন্ট এর টেক্সট বক্সে Shadow Color পরিবর্তন করতে পারবেন।
1. প্রয়োজনীয় টেক্সট বক্সটি সিলেক্ট করুন।
2. Shape Format ট্যাবের Shape Styles প্যানেল হতে Shape Effects এর ড্রপ-ডাউন এ্যারোতে ক্লিক করুন।
3. প্রদর্শিত ড্রপডাউন মেন্যু হতে Shadow বাটনে ক্লিক করুন।
4. Shadow Effects এ প্রদর্শিত বিভিন্ন অপশন সমূহের নীচে থাকা Shadow Color অপশনে ক্লিক করুন।
5. এবার ডকুমেন্টের ডানপাশে প্রদর্শিত Format Shape Pan হতে Shadow অপশনের কালার অপশন হতে প্রয়োজনীয় কালার সিলেক্ট করুন।
6. দেখতে পাবেন ডকুমেন্টের সিলেক্টকৃত টেক্সট বক্সটির Shadow কালার পরিবর্তিত হয়েছে।
টেক্সট বক্সে 3-ডি ইফেক্ট দেয়া (Create Text Box 3-D Effects)
টেক্সট বক্সে 3-D ইফেক্ট দেয়ার জন্য 3-D Effects কমাণ্ড প্রয়োগ করা হয়। নিম্নোক্ত পদক্ষেপ অনুসরণ করে আপনি আপনার ডমুমেন্ট এর টেক্সট বক্সে 3-D Effects কমাণ্ড প্রয়োগ করতে পারবেন।
1. প্রয়োজনীয় টেক্সট বক্সটি সিলেক্ট করুন।
2. Shape Format ট্যাবের Shape Styles প্যানেল হতে Shape Effects এর ড্রপ-ডাউন এ্যারোতে ক্লিক করুন।
3. প্রদর্শিত ড্রপডাউন মেন্যু হতে 3-D Rotation এর উপর ক্লিক করুন।
4. 3-D Rotation অপশনে থাকা বিভিন্ন অপশন হতে প্রয়োজনীয় 3-D অপশনটিতে ক্লিক করুন।
5. দেখতে পাবেন ডকুমেন্টের সিলেক্টকৃত টেক্সট বক্সটি 3-D অপশনে পরিবর্তিত হয়েছে।
পূর্বের পর্বঃ এমএস ওয়ার্ডে টেক্সট বক্স ইনসার্ট করা
আগামী পর্বঃ