MrJazsohanisharma

এম এস ওয়ার্ডে লাইন স্পেসিং পরিবর্তন করা– এমএস ওয়ার্ড ২০১৯ বাংলা টিউটোরিয়াল | পর্ব ২৮

ads

 how-to-change-line-spacing-in-ms-word



ডকুমেন্টের টেক্সটসমূহের প্রতিটি লাইনের মধ্যবর্তী দূরত্ব পরিবর্তন বা নির্ধারণ করাই হচ্ছে এম এস ওয়ার্ডে লাইন স্পেসিং পরিবর্তন করা। ডকুমেন্ট তৈরীতে আমাদের বিভিন্ন ধরনের ফরমেটিং করার প্রয়োজন হয়ে থাকে। আর এ ফরমেটিং সুন্দরভাবে করার জন্য লাইন স্পেসিং পরিবর্তন করার মাধ্যমে লাইন সমূহের দূরত্ব বাড়ানো এবং কমানোর কাজটি করতে পারি। 

এ পর্বে আমরা ডকুমেন্টের লাইনসমূহের মধ্যকার দূরত্ব কিভাবে পরিবর্তন করতে হয় সে বিষয়ে বিস্তারিত জানব।

 

 

এম এস ওয়ার্ডে কিভাবে লাইনসমূহের মধ্যেকার স্পেস (দূরত্ব) পরিবর্তন করবেন? [How to change Line Spacing in MS Word]

এমএস ওয়ার্ড ২০১৯ ভার্সনসহ সকল ভার্সনেই ডকুমেন্টের লাইনসমূহের মধ্যে দূরত্ব খুব সহজেই নির্ধারণ করা যায়।

লাইনসমূহের মধ্যেকার স্পেস বা দূরত্ব দেয়ার জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন।

 

 

পদ্ধতি ১:

=> প্রয়োজনমত লাইন অথবা প্যারাগ্রাফ সিলেক্ট করুন।

=> Home ট্যাবের Paragraph প্যানেল এর Line and Paragraph Spacing এর ড্রপ-ডাউন এ্যারোতে ক্লিক করে যে কোন একটি অপশনের উপর ক্লিক করুন।

how-to-change-line-spacing-in-ms-word-1


 

=> দেখতে পাবেন, আপনার সিলেক্ট করা অপশনের পরিমাণ মত ডকুমেন্টের সিলেক্টেড টেক্সটসমূহের লাইনের দূরত্ব বৃদ্ধি হয়েছে। চিত্রে আমরা লাইন স্পেসিং হিসেবে 2.0 ব্যবহার করেছি।

 

 

পদ্ধতি ২:

=> প্রয়োজনীয় লাইন অথবা প্যারাগ্রাফ সিলেক্ট করুন।

=> Home ট্যাবের Paragraph প্যানেল এর ডানের ছোট এ্যারোতে ক্লিক করুন।

=> প্রদর্শিত Paragraph ডায়ালগ বক্স হতে Line Spacing এর নিচের ঘরের ড্রপ-ডাউন এ্যারোতে ক্লিক করে যে কোন একটি অপশনের উপর ক্লিক করে Ok করুন।

how-to-change-line-spacing-in-ms-word-2


 

=> দেখতে পাবেন, আপনার সিলেক্ট করা অপশনের পরিমাণ মত ডকুমেন্টের সিলেক্টেড টেক্সটসমূহের লাইনের দূরত্ব বৃদ্ধি হয়েছে। চিত্রে আমরা লাইন স্পেসিং হিসেবে 2.0 ব্যবহার করেছি।

 

 

 

লাইন কিংবা প্যারাগ্রাফের উপরে/নিচের স্পেস (দূরত্ব) পরিবর্তন করা [Change Spacing before/after Lines or Paragraph]

এমএস ওয়ার্ড ২০১৯ ভার্সন সহ সকল ভার্সনে ডকুমেন্টের টেক্সট লাইনসমূহ বা প্যারাগ্রাফের উপরে/নিচে দূরত্ব নির্ধারণ করা যায়। এ কাজটি করার জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন।

 

পদ্ধতি ১:

=> প্রয়োজনীয় লাইন বা প্যারাগ্রাফ সিলেক্ট করুন।

=> Layout ট্যাবের Paragraph প্যানেল এর Before এর ডানের ঘরে ভেল্যু নির্ধারণ করুন (লাইন বা প্যারাগ্রাফ এর আগে স্পেস দেওয়ার জন্য)।

how-to-change-line-spacing-in-ms-word-4


 

=> Layout ট্যাবের Paragraph প্যানেল এর After এর ডানের ঘরে ভেল্যু নির্ধারণ করুন (লাইন বা প্যারাগ্রাফ এর পরে স্পেস দেওয়ার জন্য)।

how-to-change-line-spacing-in-ms-word-4


 

 

 

পদ্ধতি ২:

=> প্রয়োজনীয় লাইন বা প্যারাগ্রাফ সিলেক্ট করুন।

=> Home ট্যাবের Paragraph প্যানেল এর ডানের ছোট এ্যারোতে ক্লিক করুন।

=> প্রদর্শিত Paragraph ডায়ালগ বক্স হতে Spacing এর নিচের Before এবং After ঘরে প্রয়োজনীয় ভেল্যু টাইপ করুন। এছাড়া আপ/ডাউন এ্যারোতে ক্লিক করেও প্রয়োজনীয় ভেল্যু নির্ধারণ করা যাবে।

how-to-change-line-spacing-in-ms-word-5


 

 

 

 

লাইন স্পেসিং পরিবর্তন করার কীবোর্ড শর্টকাট

প্রয়োজনীয় লাইন অথবা প্যারাগ্রাফ সিলেক্ট করে নিচের কীবোর্ড শর্টকাটসমূহ প্রয়োগ করুন।

Ctrl+1— সিঙ্গেল স্পেসিং এর জন্য 

Ctrl+5— ১.৫ স্পেসিং এর জন্য 

Ctrl+2— ডাবল স্পেসিং এর জন্য 


ads

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

Ad Blocker Detected :(

Please consider supporting us by disabling your ad blocker.

Please Disable your adblocker and Refresh the page to view the site content.