এমএস ওয়ার্ডে ফন্ট এর ব্যবহারের অন্যতম কমান্ড হচ্ছে টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন হলো ডকুমেন্টের টেক্সটগুলোকে সুন্দরভাবে সাজিয়ে বিষয়বস্তুকে আরও অভিনব-সুদর্শন বা আকর্ষণীয় করতে ব্যবহৃত হয়। আপনি এমএস ওয়ার্ড ২০১৯ ব্যবহার করে বিভিন্ন টেক্সট ডেকোরেশন করতে পারবেন।
এ পর্বে আমরা ডকুমেন্টের টেক্সট ডেকোরেশন করার বিভিন্ন কমান্ডসমূহ Bold, Italic, Underline, Strikethrough কিভাবে প্রয়োগ করতে হয় তা নিয়ে আলোচনা করবো।
টেক্সট Bold করা
কোন বাক্য বা বাক্যের মাঝে কোন শব্দকে বেশী জোর বা গুরুত্ব দেওয়ার জন্য গাঢ় (Bold) করার প্রয়োজন হয়ে থাকে। এমএস ওয়ার্ড ২০১৯ ভার্সনসহ সকল ভার্সনেই এ কাজটি খুবই সহজে সম্পাদন করা যায়।
টেক্সট গাঢ় (Bold) করার কয়েকটি পদ্ধতি নিম্নে দেখানো হলো।
পদ্ধতি-১:
=> সিলেক্ট টেক্সট।
=> Home ট্যাবের Font প্যানেল কিংবা গ্রুপ হতে Bold বাটনে ক্লিক করলে সিলেক্ট করা টেক্সট গাঢ় (Bold) হবে।
পদ্ধতি-২:
=> সিলেক্ট টেক্সট।
=> কীবোর্ডের শর্টকাট Ctrl+B চাপুন এবং দেখা যাবে সিলেক্ট করা টেক্সট গাঢ় (Bold) হয়েছে।
পদ্ধতি-৩:
=> সিলেক্ট টেক্সট।
=> সিলেক্ট করা টেক্সট এর ওপর ছোট একটি টুলবার প্রদর্শিত হবে।
=> Bold বাটনের ওপর ক্লিক করলেও সিলেক্ট করা টেক্সট গাঢ় (Bold) হবে।
পদ্ধতি-৪:
=> সিলেক্ট টেক্সট।
=> Home ট্যাবের Font প্যানেল বা গ্রুপের ডান পাশের কোনায় ছোট এ্যারোতে ক্লিক করুন কিংবা কীবোর্ডের শর্টকাট হিসেবে Ctrl+D ব্যবহার করতে পারেন।
=> প্রদর্শিত ডায়ালগ বক্স হতে Font Style এর নিচের ঘর হতে Bold সিলেক্ট করে Ok বাটনে ক্লিক করলে সিলেক্ট করা টেক্সটসমূহ গাঢ় হবে।
এমএস ওয়ার্ডে কিভাবে Undo ও Redo এর ব্যবহার করবেন?
এমএস ওয়ার্ডে কিভাবে Cut, Copy ও Paste করবেন?
টেক্সট Italic করা
কোন অনুচ্ছেদের বাক্য বা বাক্যের মাঝে কোন শব্দকে ভিন্ন গুরুত্ব প্রকাশের জন্য কাত (Italic) করে উপস্থাপন করা হয়। এমএস ওয়ার্ড ২০১৯ ভার্সনসহ সকল ভার্সনেই এই কাজটি সহজে করা যায়।
সিলেক্ট করা টেক্সটসমূহকে কাত (Italic) করার জন্য নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করুন।
পদ্ধতি-১:
=> সিলেক্ট টেক্সট।
=> Home ট্যাবের Font প্যানেল কিংবা গ্রুপ হতে Italic বাটনে ক্লিক করার সাথে সাথে সিলেক্ট থাকা টেক্সটসমূহ ডান দিকে কাত হবে।
পদ্ধতি-২:
=> সিলেক্ট টেক্সট।
=> কীবোর্ডের শর্টকাট হিসেবে Ctrl+I চাপুন। দেখতে পাবেন সিলেক্ট থাকা টেক্সটসমূহ ডান দিকে কাত হয়েছে।
পদ্ধতি-৩:
=> সিলেক্ট টেক্সট।
=> সিলেক্ট করা টেক্সট এর ওপর ছোট একটি টুলবার প্রদর্শিত হবে।
=> Italic বাটনের ওপর ক্লিক করলেও সিলেক্ট করা টেক্সট ডান দিকে কাত (Italic) হবে।
পদ্ধতি-৪:
=> সিলেক্ট টেক্সট।
=> Home ট্যাবের Font প্যানেল বা গ্রুপের ডান পাশের কোনায় ছোট এ্যারোতে ক্লিক করুন কিংবা কীবোর্ডের শর্টকাট হিসেবে Ctrl+D ব্যবহার করতে পারেন।
=> প্রদর্শিত ডায়ালগ বক্স হতে Font Style এর নিচের ঘর হতে Italic সিলেক্ট করে Ok বাটনে ক্লিক করলে সিলেক্ট করা টেক্সটসমূহ কাত হবে।
টেক্সট এর নিচে Underline দেয়া
কোন অনুচ্ছেদের বাক্যকে বা বাক্যের মাঝে কোন শব্দকে ভিন্ন বৈশিষ্টতা প্রকাশের জন্য লেখার নিচে দাগ (Underline) টেনে দেয়া হয়ে থাকে।
এমএস ওয়ার্ড ২০১৯ ভার্সনসহ সকল ভার্সনেই এই কাজটি সহজে করা যায়।
সিলেক্ট থাকা টেক্সটসমূহের নীচে দাগ (Underline) টানার জন্য নিম্নোক্ত পদ্ধতিগুলো অনুসরণ করুন।
পদ্ধতি-১:
=> সিলেক্ট টেক্সট।
=> Home ট্যাবের Font প্যানেল কিংবা গ্রুপ হতে Underline বাটনে ক্লিক করার সাথে সাথে সিলেক্ট থাকা টেক্সটসমূহের নিচে আন্ডারলাইন হবে।
পদ্ধতি-২:
=> সিলেক্ট টেক্সট।
=> কীবোর্ডের শর্টকাট হিসেবে Ctrl+U চাপুন। দেখতে পাবেন সিলেক্ট থাকা টেক্সটসমূহের নিচে আন্ডারলাইন হয়েছে।
পদ্ধতি-৩:
=> সিলেক্ট টেক্সট।
=> সিলেক্ট করা টেক্সট এর ওপর ছোট একটি টুলবার প্রদর্শিত হবে।
=> Underline বাটনের ওপর ক্লিক করলেও সিলেক্ট করা টেক্সটসমূহের নিচে আন্ডারলাইন যুক্ত হবে।
পদ্ধতি-৪:
=> সিলেক্ট টেক্সট।
=> Home ট্যাবের Font প্যানেল বা গ্রুপের ডান পাশের কোনায় ছোট এ্যারোতে ক্লিক করুন কিংবা কীবোর্ডের শর্টকাট হিসেবে Ctrl+D ব্যবহার করতে পারেন।
=> প্রদর্শিত ডায়ালগ বক্স হতে Underline Style এর নিচের ঘর হতে আন্ডারলাইনের ধরণ এবং Underline Color এর নিচের ঘর হতে আন্ডারলাইনের কালার নির্ধারণ করে Ok বাটনে ক্লিক করলে সিলেক্ট করা টেক্সটসমূহের লেখার নিচে আন্ডারলাইন যুক্ত হবে।
টেক্সট এর মাঝে দাগ (Strikethrough) দেয়া
কোন অনুচ্ছেদের বাক্যকে বা বাক্যের মাঝে কোন শব্দের মাঝে লাইন (Strikethrough) বা দাগ টানার প্রয়োজন হলে এ কমান্ড ব্যবহার করা হয়।
সিলেক্ট থাকা টেক্সট এর মাঝে Strikethrough দেয়ার জন্য নিম্নোক্ত পদ্ধতিগুলো অনুসরণ করুন।
পদ্ধতি-১:
=> সিলেক্ট টেক্সট।
=> Home ট্যাবের Font প্যানেল কিংবা গ্রুপ হতে Strikethrough বাটনে ক্লিক করার সাথে সাথে সিলেক্ট থাকা টেক্সট এর মাঝে লাইন টানা যাবে।
পদ্ধতি-২:
=> সিলেক্ট টেক্সট।
=> Home ট্যাবের Font প্যানেল বা গ্রুপের ডান পাশের কোনায় ছোট এ্যারোতে ক্লিক করুন কিংবা কীবোর্ডের শর্টকাট হিসেবে Ctrl+D ব্যবহার করুন।
=> প্রদর্শিত ডায়ালগ বক্সের Effect এর নিচে অবস্থিত Strikethrough এর পাশে ফাঁকা ঘরে ক্লিক করে Ok বাটন ক্লিক করুন। দেখতে পাবেন সিলেক্ট থাকা টেক্সট এর মাঝে লাইন টানা (Strikethrough) হয়েছে।
আরও পড়ুন...
এমএস ওয়ার্ডে বানান ও ব্যাকরণ শুদ্ধ করা– এমএস ওয়ার্ড ২০১৯ বাংলা টিউটোরিয়াল
এমএস ওয়ার্ডে কীবোর্ড শর্টকাট ব্যবহার | এমএস ওয়ার্ড ২০১৯ বাংলা টিউটোরিয়াল
টেক্সটসমূহ Superscript করা
মাঝে মাঝে কাজের সময় কোন টেক্সটকে একটু ওপরে তুলতে হয়। বিশেষ করে গাণিতিক ফর্মূলা লেখার ক্ষেত্রে এ কমান্ড ব্যবহার করতে হয়। যেমন: a2+b2, এক্ষেত্রে 2 কে ওপরে লেখা হয়েছে।
এমএস ওয়ার্ড ২০১৯ ভার্সনসহ সকল ভার্সনে একাধিক পদ্ধতিতে টেক্সটসমূহ Superscript করা যায়।
পদ্ধতি-১:
=> সিলেক্ট টেক্সট।
=> Home ট্যাবের Font প্যানেল কিংবা গ্রুপ হতে Superscript বাটনে ক্লিক করার সাথে সাথে সিলেক্ট থাকা টেক্সট ছোট হয়ে উপরে উঠে যাবে। যেমন: a2
পদ্ধতি-২:
=> সিলেক্ট টেক্সট।
=> Home ট্যাবের Font প্যানেল বা গ্রুপের ডান পাশের কোনায় ছোট এ্যারোতে ক্লিক করুন কিংবা কীবোর্ডের শর্টকাট হিসেবে Ctrl+D ব্যবহার করুন।
=> Effect এর নিচে অবস্থিত Superscript এর পাশে খালি ঘরে ক্লিক করে Ok বাটন ক্লিক করুন।
পদ্ধতি-৩:
=> সিলেক্ট টেক্সট।
=> কীবোর্ডের শর্টকাট হিসেবে Ctrl+Shift++ চাপলেও টেক্সট Superscript হবে।
এটি সবথেকে সহজ ও দ্রুত পদ্ধতি।
টেক্সটসমূহ Subscript করা
ডকুমেন্টে কাজের সময় মাঝে মধ্যে টেক্সটকে একটু নিচে নামিয়ে লিখতে হয়। বিশেষ করে রাসায়নিক সংকেনগুলো লেখার ক্ষেত্রে এ কমান্ড ব্যবহার করা হয়। যেমন: K2SO4, লেখাটিতে 2 ও 4 কে নিচে নামিয়ে লেখা হয়েছে। এমএস ওয়ার্ডের সকল ভার্সনে একাধিক পদ্ধতিতে টেক্সটসমূহ Subscript করা যায়।
পদ্ধতি-১:
=> সিলেক্ট টেক্সট।
=> Home ট্যাবের Font প্যানেল কিংবা গ্রুপ হতে Subscript বাটনে ক্লিক করার সাথে সাথে সিলেক্ট থাকা টেক্সট ছোট হয়ে নীচে নেমে যাবে। যেমন: a2
পদ্ধতি-২:
=> সিলেক্ট টেক্সট।
=> Home ট্যাবের Font প্যানেল বা গ্রুপের ডান পাশের কোনায় ছোট এ্যারোতে ক্লিক করুন কিংবা কীবোর্ডের শর্টকাট হিসেবে Ctrl+D ব্যবহার করুন।
=> Effect এর নিচে অবস্থিত Subscript এর পাশে খালি ঘরে ক্লিক করে Ok বাটন ক্লিক করুন।
পদ্ধতি-৩:
=> সিলেক্ট টেক্সট।
=> কীবোর্ডের শর্টকাট হিসেবে Ctrl++ চাপলেও টেক্সট Subscript হবে।
এটি সবথেকে সহজ ও দ্রুত পদ্ধতি।
পূর্বের পর্ব-