এমএস ওয়ার্ডে কিভাবে Symbol সংযোজন করবেন – এমএস ওয়ার্ড ২০১৯ বাংলা টিউটোরিয়াল | পর্ব ১৯

 


এমএস ওয়ার্ড ডকুমেন্টে Symbol সংযোজন করা একটা গুরুত্বপূর্ন কাজ। আজকের পর্বে আমরা কিভাবে এমএস ওয়ার্ড ডকুমেন্টে Symbol সংযোজন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।

ওয়ার্ড ডকুমেন্টে কাজের সময় প্রায়ই আমাদের Symbol (প্রতীক) টাইপ করার প্রয়োজন হয়ে পড়ে যা কীবোর্ড দ্বারা টাইপ করা যায় না।

সেক্ষেত্রে ওয়ার্ড প্রোগ্রামে ডিফল্ট অবস্থায় থাকা Symbol ডকুমেন্টে সংযোজন করা যায়।

পূর্বের পোস্ট: এমএস ওয়ার্ডে কিভাবে Find ও Replace করবেন

এমএস ওয়ার্ড ডকুমেন্টে কিভাবে Symbol সংযোজন করতে হয় তার পদ্ধতি নিম্নে বর্ণিত হলো:-

 

পদ্ধতি-১ঃ ডকুমেন্টে Symbol সংযোজন করা


ডকুমেন্টের যেখানে Symbol সংযোজন করতে চান কার্সর সেখানে রাখুন।

=> ক্লিক Insert ট্যাব

=> Symbol প্যানেল/গ্রুপ/সেকশন হতে Symbol এ ক্লিক করুন।

=> প্রদর্শিত অপশন হতে প্রয়োজনীয় Symbol এর ওপর ক্লিক করলে কার্সর থাকা স্থানে সিম্বলটি যুক্ত হবে।


 

পদ্ধতি-২ঃ (১ম পদ্ধতি কাজ না করলে)

প্রদর্শিত Symbol অপশনে যদি Symbol প্রদর্শন না করে তাহলে নিচের পদক্ষেপগুলো ফলো করুন।

=> ক্লিক Insert ট্যাব 

=> Symbol সেকশন হতে More Symbol এ ক্লিক করুন।



=> প্রয়োজনীয় প্রতীক সিলেক্ট করে Insert বাটনে ক্লিক করুন।

=> অতপর Ok বাটনে ক্লিক করুন।

পদ্ধতি-৩ (২য় পদ্ধতিও কাজ না করলে)

=> ক্লিক Insert ট্যাব 

=> Symbol সেকশন হতে More Symbol এ ক্লিক করুন।

=> Font লেখার ডানে অবস্থিত ড্রপ-ডাউন এ্যারোতে ক্লিক করুন এবং Windings সিলেক্ট করুন। Windings ছাড়াও অন্যান্য ছাড়াও ভিন্ন Font অপশন থেকে ভিন্ন ভিন্ন প্রতীক সংযোজন করতে পারবেন।



=> এবার প্রয়োজনীয় Symbol সিলেক্ট করে Insert বাটনে ক্লিক করুন।

=> এরপর Ok বাটনে ক্লিক করুন।

 

কীবোর্ড এ শর্টকাট তৈরি করে Symbol ব্যবহার

ডকুমেন্টের যেখানে Symbol সংযোজন করতে চান কার্সর সেখানে রাখুন।

=> ক্লিক Insert ট্যাব

=> Symbol সেকশন হতে More Symbol এ ক্লিক করুন।

=> Font লেখার ডানে অবস্থিত ড্রপ-ডাউন এ্যারোতে ক্লিক করুন এবং Windings সিলেক্ট করুন। 

=> যে Symbol এর কীবোর্ড শর্টকাট তৈরি করতে চান সেটি সিলেক্ট করুন।

=> নিচে থাকা Shortcut Key বাটনে ক্লিক করুন।



=> Press New Shortcut key এর ডানের ঘরে সুবিধামত শর্টকাট তৈরী করুন। 

=> আপনার তৈরী করা শর্টকাটটি পূর্বে কোন কমাণ্ডের জন্য নির্ধারণ করা না থাকলে নীচে Unassign প্রদর্শিত হবে।

=> শর্টকাটটি নিশ্চিত করার জন্য Assign ক্লিক করুন।



=> শেষে Close বাটন ক্লিক করে বেরিয়ে আসুন।


পূর্বের পোস্ট: এমএস ওয়ার্ডে কিভাবে Find ও Replace করবেন



*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

ads

ads