Backstage View কি এবং ইহার পরিচিতি? এম এস ওয়ার্ড ২০১৯ A to Z বাংলা টিউটোরিয়াল - পর্ব ০৪


Backstage View হলো ওয়ার্ড ২০১০ হতে পরবর্তী ভার্সনগুলোর একটি নতুন সংযোজিত অপশন। এ পর্বে আমরা এম এস ওয়ার্ড ২০১৯ এর ব্যাকস্টেজ ভিউ নিয়ে বিস্তারিত আলোচনা করবো।


আগের পর্বটি দেখতে এখানে ক্লিক করুন।



Backstage View কি? (What is Backstage View?)

এম এস ওয়ার্ড ২০০৭  এবং পূর্বের ভার্সনগুলোর Office Tab বা File Menu এর ওয়ার্ড ২০১০ হতে পরবর্তী ভার্সনগুলোর বিবর্তিত অপশন হলো Backstage View। যা Office Tab বা File Menu এর সাথে সংযোজন করা হালনাগাদ একটি অপশন। এম এস ওয়ার্ড ২০১৯ উইন্ডো এর বাম পাশে File ট্যাবে ক্লিক করলে মাইক্রোসফ্ট অফিস Backstage View প্রদর্শিত হবে।



Backstage View থেকে বর্তমানে খোলা ফাইল (পারমিশন, শেয়ারিং এবং ভার্সন) সম্পর্কে তথ্য সংরক্ষণ, পূর্বের তৈরীকৃত ফাইল ওপেন করা, নতুন ফাইল তৈরি, প্রিন্ট এবং সম্প্রতি খোলা ফাইলগুলির সম্পাদনার কাজ করা যায়। যদিও এ কাজগুলো শর্টকাট এর মাধ্যমে সম্পাদন করা যায়।




ফাইল ওপেন করা অবস্থায় যদি এম এস ওয়ার্ড ২০১৯ এ Backstage View দেখার প্রয়োজন হয় তবে তা নিচের চিত্রের মত দেখাবে। এ অবস্থায় প্রদর্শিত উইন্ডোটিকে আমরা ৩টি কলামে দেখতে পাব। এখানে ওপেন করে রাখা ফাইল এর বিভিন্ন তথ্যাদি দেখা যায়।


Backstage View in MS word 2019


Backstage View পরিচিতি

Backstage View এর প্রথম কলামে অবস্থিত অপশনসমূহ নিম্নে আলোচনা করা হলো:



Home:

MS Word 2019 এ ব্যাকস্টেজ ভিউ অবস্থায় সর্বপ্রথম Home কমাণ্ড থাকে। এ কমান্ডের আন্ডারে রিসেন্ট ব্যবহার করা ফাইলগুলো পুনরায় ব্যবহার বা দেখার জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে।


New:

Home কমান্ডের পরে New কমান্ড। সাধারনত নতুন কোন ফাইল বা ডকুমেন্ট তৈরি করার জন্য এই New অপশনটি ব্যবহার করা হয়ে থাকে।


Open:

পূর্বের তৈরি করা ফাইল বা ডকুমেন্ট খোলার (Open) জন্য এই অপশনটি ব্যবহৃত হয়ে থাকে।


Info:

ব্যাকস্টেজ ভিউ  অবস্থায় সর্বপ্রথম Info কমাণ্ড রয়েছে। এটি ওপেনকৃত ফাইলের তথ্যাদি প্রদর্শন করে থাকে।


Save:

ওয়ার্ড ২০১৯ ডকুমেন্ট সংরক্ষণ করে কম্পিউটার হার্ডডিস্কে রাখার জন্য এ অপশন ব্যবহৃত হয়।


Save As:


পূর্বের কোন সংরক্ষিত ফাইল ভিন্ন নামে সংরক্ষণ করার জন্য এ অপশন ব্যবহৃত হয়।


Print:


ওয়ার্ড ২০১৯ এ ছাপার জন্য প্রয়োজনীয় কার্য সম্পাদন করতে ব্যবহৃত হয়ে থাকে।


Share:


প্রয়োজনীয় ডকুমেন্ট শেয়ার জন্য এ অপশন ব্যবহৃত হয়ে থাকে।


Export:


প্রয়োজনীয় ডকুমেন্ট এক্সপোর্ট করার জন্য এ অপশন ব্যবহৃত হয়ে থাকে।


Close:


ওপেনকৃত ওয়ার্ড ফাইল বা ডকুমেন্ট বন্ধ করার জন্য এ অপশন ব্যবহৃত হয়ে থাকে।


Account:


মাইক্রোসফট অফিসে একাউন্ট থাকলে লগইন করার জন্য এ অপশন ব্যবহৃত হয়ে থাকে।


Options:


এম এস ওয়ার্ড ২০১৯ এর বিভিন্ন অপশন পরিবর্তন করতে এ অপশন ব্যবহৃত হয়ে থাকে।




*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

ads

ads