ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারে, YouTube ব্যবহার করা সময় আমাদেরকে মাঝে মধ্যে ভিডিও রিপিট করে দেখার প্রয়োজন হয়ে থাকে। YouTube এর মাধ্যমে আপনি যে ভিডিও দেখছেন তা Automatically রিপিট করার সুবিধা পেতে পারেন। এছাড়া বিনামূল্যে, তৃতীয় পক্ষেরও পরিষেবা রয়েছে যারা আপনাকে ভিডিও রিপিট করতে সহায়তা করে। নিচের ধাপগুলো অনুসরণ করে আপনি শিখতে পারবেন কিভাবে যেকোনো YouTube ভিডিও রিপিট করতে হয়।
ইউটিউবে ভিডিও লুপ করার মাধ্যমে
=> প্রথমে, আপনি যে ভিডিওটি রিপিট করতে চান সেটি YouTube এ Open করে রাখুন।
=> video or play button এর উপর মাউস এর right-click করুন।
=> নিচের প্রদর্শিত চিত্রের মত একটি ড্রপ-ডাউন মেন্যু দেখাবে।
=> সেখান হতে Loop অপশনটি সিলেক্ট করুন।
এরপর আপনার ভিডিওটি শেষ হওয়ার পর Automatically রিপিট হতে থাকবে।
কিভাবে একটি ইউটিউব ভিডিও রিপিট করতে হয় (তৃতীয় পক্ষের মাধ্যমে)
=> প্রথমে, আপনি যে ভিডিওটি রিপিট করতে চান সেটি YouTube এ Open করে রাখুন।
=> তারপর, আপনি নীচে দেখানো পদ্ধতিতে ঠিকানা বারে URL সম্পাদনা করবেন।
URL সম্পাদনার পদ্ধতিঃ
=> ইউআরএল হতে ইউটিউব লেখার সামনের অংশের সবকিছু মুছে ফেলুন। অর্থাৎ URL হতে "https://www." অংশটি আপনাকে মুছতে হবে৷
=> এরপর ইউটিউব লেখাটির সাথে repeat লেখাটি যুক্ত করুন। ইউআরএলটি নীচে দেখানোর URL এর মতো হয়েছে কিনা যাচাই করে কি-বোর্ড হতে Enter টিপুন।
=> youtuberepeat.com/watch?v=PDMqDj52Zvk
=> Enter চাপার পরে, আপনার ব্রাউজার নিচের দেখানো URL এর মতো একটি URL সহ একটি ট্যাব খুলবে।
=> https://www.listenonrepeat.com/watch?v=PDMqDj52Zvk
=> এই ট্যাবটি বন্ধ না করা পর্যন্ত আপনার ভিডিওটি রিপিট করতে থাকবে।