সাধারণত আমরা কম্পিউটারে লেখার সময় কোন হাতের লেখা অথবা প্রিন্ট করা লেখা দেখে টাইপ করে থাকি। কিন্তু আজকের এই পর্বে আমরা জানব কিভাবে ছবি থেকে বাংলা অথবা ইংরেজি লেখা সরাসরি কপি করে নেয়া যায়।
যাদের লেখার গতি যদি নির্ভুলভাবে মিনিটে ৪০-৫০ তাদের জন্য এ পোষ্টটি নয়। এটি তাঁদের জন্য যাদের লেখা বেশী কিন্তু টাইপিং এর গতি কম। বিশেষ করে যারা Online Earning এ Data Entry ধরনের কাজ করে থাকেন তাদের কাছে এটি সহায়ক হবে।
কিভাবে ছবির লেখা কম্পিউটারে টাইপে পরিণত করবেন?
যে কোন ধরনের লেখা (প্রিন্ট বা হাতের) প্রথমে স্ক্যান বা মোবাইলে ছবি তুলে নিয়ে গুগল ড্রাইলে আপলোড করতে হবে। তারপর গুগল ড্রাইভ থেকে গুগল ডক এর মাধ্যমে ছবিগুলো ওপেন করতে হবে। এরপর ছবিতে যত লেখা থাকবে তা গুগল ডক এর পেজ এ টেক্সট আকারে কনভার্ট হবে। যা আপনি আপনার মত করে সম্পাদনা করতে পারবেন।
বিস্তারিত জানার জন্য ভিডিওটি দেখুন।
"Your positivity is contagious and always brightens my day. Keep spreading joy and happiness wherever you go!" frases para fotos
উত্তরমুছুন