macOS Monterey: ইতিমধ্যেই নতুন অপারেটিং সিস্টেমের ডেভেলপার প্রিভিউ ভার্সন এসেছে। অ্যাপল এর নতুন macOS Monterey অপারেটিং সিস্টেমের পাবলিক বিটা ভার্সন আগামী জুলাই মাস থেকে ব্যবহার করা যাবে। 2015 সালের iMac এবং তার পরবর্তী সব ভার্সনে macOS Monterey সাপোর্ট করবে।
বিগত 7 জুন 2021 সোমবার শুরু হয় Apple-এর 5 দিনব্যাপী বার্ষিক ডেভেলপার কনফারেন্স “WWDC 202”। অনুষ্ঠানের প্রথম দিনেই Apple তাদের mac কম্পিউটারের জন্য নতুন অপারেটিং সিস্টেম macOS Monterey প্রকাশ্যে নিয়ে এসেছে। নতুন অপারেটিং সিস্টেমের মধ্যে সব থেকে আকর্ষণীয় ফিচার হল Universal Control। তাছাড়া নতুন এ ভার্সনে Safari ওয়েব ব্রাউজারের ডিজাইনকে সম্পূর্ন ঢেলে সাজানো হয়েছে। নতুন M1 iMac ছাড়াও পুরনো intel প্রসেসরের MacBook Air, 13 ইঞ্চি MacBook Pro ও Mac mini কম্পিউটারে এই আপডেট পাওয়া যাবে।
ইতিমধ্যেই নতুন অপারেটিং সিস্টেমের ডেভেলপার প্রিভিউ ভার্সন এসে গেছে। জুলাই মাস থেকে ব্যবহার করা যাবে নতুন macOS Monterey অপারেটিং সিস্টেমের পাবলিক বিটা ভার্সন। 2015 সালের iMac এবং তার পরের সকল ভার্সনে macOS Monterey সাপোর্ট করবে। এছাড়াও 2017 iMac Pro, নতুন 2015 সালের MacBook Air বা তার পরবর্তী নতুন সংস্করনেও সাপোর্ট করবে। সেই সঙ্গে আবার 2015 সালের MacBook Pro বা তার পরবর্তী নতুন সংস্করন, 2013 সালের Mac Pro বা তার পরবর্তী নতুন সংস্করন, 2014 সালের Mac Mini বা তার পরবর্তী নতুন সংস্করন এবং 2016 সালের MacBook - ইত্যাদি সব ডিভাইসেই সাপোর্ট করবে এই অপারেটিং সিস্টেম।
এক নজরে macOS Monterey-নতুন সব ফিচার দেখে নিন।
Universal Control |
Universal Control ও AirPlay - macOS Monterey-এর সব থেকে গুরুত্বপূর্ণ সংযুক্ত ফিচার অবশ্যই Universal Control। এর ফলে একই কি-বোর্ড ও মাউস অথবা ট্র্যাক প্যাড ব্যবহার করে, একসঙ্গে একাধিক ডিভাইস কন্ট্রোল করা যাবে। একসঙ্গে একাধিক mac কম্পিউটার অথবা mac ও iPad একসঙ্গে কন্ট্রোলও করা যাবে।
এছাড়াও Apple তার mac কম্পিউটারে AirPlay এনেছে। এর ফলে iPhone অথবা iPad থেকে যে কোন ছবি অথবা ভিডিয়ো mac ডিসপ্লে এবং স্পিকারের মাধ্যমে প্লে করা যাবে। অর্থাৎ এ ফিচার এর মাধ্যমে Apple এর একটি ডিভাইস হতে আরেকটি ডিভাইসে মিরর প্রদর্শন করা যাবে।
Safari ব্রাউজার - macOS Monterey-তে Safari ব্রাউজারের ডিজাইন প্রায় সম্পূর্ণ ঢেলে সাজিয়েছে Apple। এবার থেকে Safari ব্রাউজারেও একসঙ্গে একাধিক ট্যাব দেখা যাবে। এর ফলে অনেক ট্যাব খোলা থাকলেও, সহজেই নিজের প্রয়োজনীয় ট্যাবটি খুঁজে পাওয়া যাবে।
Shortcuts |
Shortcuts - macOS Monterey-এর মাধ্যমে mac কম্পিউটারে হাজির হয়েছে শর্টকাটস। এতদিন শুধুমাত্র iPhone ও iPad-এ এই ফিচারগুলো ব্যবহার করা যেত। এবার থেকে জনপ্রিয় শর্টকাট ব্যবহারের পাশাপাশি ব্যবহারকারী চাইলে নিজের মতো শর্টকাট তৈরি করতে পারবেন।
Focus Features |
Focus - macOS Monterey এবং আইওএস 15 এ অ্যাপল ফোকাস ফিচারটি চালু করেছে, যা ডু নট ডিস্টার্বের আরও উন্নত সংস্করণ। এর অর্থ হ'ল অপ্রয়োজনীয় Track গুলো বন্ধ করে আপনি বর্তমান মুহুর্তে কী করছেন সেদিকে মনোনিবেশ করা। যার মাধ্যমে আপনি আপনার কাজের ফোকাস ধরে রাখতে পারবেন।
Notes - macOS Monterey-তে কুইক নোটস ফিচার যোগ করা হয়েছে। এর ফলে ব্যবহারকারী খুব সহজেই যে কোন সময় mac কম্পিউটারে নোটস নিতে পারবে। এ Notes অ্যাপে যুক্ত হয়েছে ট্যাগ ও মেনশন।
প্রাইভেসি আপডেট - Apple সর্বদা নতুন আইওএস এবং macOS আপডেটের সাথে গোপনীয়তা বাড়িয়ে তুলছে এবং নতুন macOS Montereyও এর ব্যতিক্রম নয়। ইন্টারনেট ব্রাউজ করার সময় আপনার ip অ্যাড্রেস হাইড করবে নতুন macOS Monterey। এছাড়াও কোন অ্যাপ আপনার কম্পিউটারের মাইক্রোফোন ব্যবহার করছে, তা-ও জানতে পারবেন।
অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচার - Apple FaceTime কলটিতে একাধিক নতুন ফিচার নিয়ে এসেছে। ভিডিয়ো কল চলাকালীন সময়ে মাইক্রোফোনে একাধিক নতুন মোড যুক্ত হয়েছে, যা ভিডিয়ো কলের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তুলবে। এছাড়াও FaceTime-এ যুক্ত হয়েছে SharePlay। এই ফিচারের মাধ্যমে কম্পিউটারের স্ক্রিন শেয়ার করে, FaceTime ভিডিয়ো কলে বন্ধুদের সঙ্গে একসাথে ভিডিয়ো দেখা যাবে।
এছাড়াও যে কোনও ছবির মধ্যে থাকা, যে কোনও নম্বর বা টেক্সট সহজেই সিলেক্ট করা যাবে। Apple জানিয়েছে, ডিভাইসের মধ্যে এই Live Text ফিচারটি কাজ করবে। এর জন্য কোন ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে না।