Windows 11 |
মাইক্রোসফ্টের প্রধান Windows 11 উপস্থাপনের এক সপ্তাহ পূর্বে প্রায় সম্পূর্ণ Windows ফাঁস হয়ে গেছে। প্রায় প্রতিটি আপডেট এই ফাঁস হওয়া Windows 11 21996 সংস্করণে অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে নতুন ডিজাইন করা স্টার্ট মেনু, কেন্দ্রিক টাস্কবার, গোলাকার কিনারা, সুন্দর অ্যানিমেশন এবং নতুন ওয়ালপেপার ইত্যাদি। আপনি যদি এখনই আপনার ল্যাপটপ বা ডেস্কটপে Windows 11 ISO ডাউনলোড এবং ইনস্টল করতে চান তবে এ আর্টিকেলটি আপনার জন্য। Windows 11 ISO ফাইলটি কীভাবে পাবেন এবং কোনও বাধা ছাড়াই এটি ইনস্টল করবেন তা আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি। তাহলে আসুন আমরা এখনই যে কোনও কম্পিউটারে Windows 11 ইনস্টল করতে শেখা শুরু করি।
কীভাবে Windows 11 ডাউনলোড ও ইনস্টল করবেন |
আমরা একটি ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে Windows 11 কীভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয় সেগুলি ছবিসহ ধাপে ধাপে টিউটোরিয়াল আকারে দেখিয়ে দেব। আপনি যদি “The PC Can't Run Windows 11” সমস্যাটির সম্মুখীন হন তবে আমরা সেটির সমস্যা সমাধানের জন্য পরবর্তীতে আলাদাভাবে আলোচনা করব। সুতরাং, দেরী না করে আসুন শুরু করা যাক।
Download Links of windows 11 iso
কীভাবে ISO ফাইল ব্যবহার করে ইউএসবি ড্রাইভে Windows 11 ইনস্টল করবেন [How to Install Windows 11 in USB Drive using ISO file]
আপনি প্রথমে উপরের যে কোন একটা লিংক থেকে অথবা অন্য কোন সোর্স হতে Windows 11 ISO ফাইল ডাউনলোড করে নিন।
এখন আমরা ডাউনলোড করা সেই ISO ফাইলটি প্রথমে ইউএসবি ড্রাইভে ইনস্টল করব এবং পরবর্তীতে সেখান থেকে একটি ল্যাপটপে/ডেক্সটপে ইনস্টল করব। চলুন শুরু করা যাক…..
Windows 11 কীভাবে ইউএসবি ড্রাইভে ইনস্টল করবেন
এই পদ্ধতিতে আমরা একটি Pendrive (USB Stick) ব্যবহার করে একটি ল্যাপটপে/ডেক্সটপে Windows 11 ইনস্টল করব। এ পদ্ধতির মাধ্যমে আপনার ল্যাপটপ/ডেক্সটপ এ থাকা উইন্ডোজের (সি ড্রাইভে) সকল ডেটা এবং অ্যাপ্লিকেশনগুলি মুছে দিবে। তবে এটি আপনার অন্যান্য ড্রাইভগুলি থেকে ফাইল এবং ডেটা মুছবে না। এটি আমরা সি ড্রাইভে ইনস্টল করব তাই আপনার সি ড্রাইভে থাকা কোনও ফাইলের ব্যাকআপ প্রয়োজন হয়ে থাকলে ব্যাকআপ নিয়ে রেখে দিন।
মেথড 1: Windows 11 ISO ফাইল ডাউনলোড করুন
ইনস্টলেশন প্রক্রিয়াটি চালিয়ে যেতে প্রথমেই আমাদের Windows 11 ISO ফাইল ডাউনলোড করতে হবে।
ধরে নিচ্ছি আপনার ইতিমধ্যে সেই ফাইলটি ডাউনলোড করা আছে। তাহলে আসুন সময় নষ্ট না করে Windows 11 ইনস্টলেশন কাজটি শুরু করে দিই।
মেথড 2: Windows USB/ DVD Tool ইনস্টল করা
বুটেবল ইউএসবি ড্রাইভ তৈরি করতে আমাদের Windows 7 USB/ DVD Tool টি ডাউনলোড করতে হবে। এই লিঙ্কটি থেকে Windows 7 USB/ DVD Tool ডাউনলোড করুন। এই Tool টি ইনস্টল করুন।
Windows 7 Usb/Dvd tool |
মেথড 3: ইউএসবি স্টিকটি কম্পিউটারে সংযুক্ত করতে হবে
এখানে আমাদের ন্যুনতম ৮ জিবি’র একটি পেনড্রাইভ (ইউএসবি স্টিক) প্রয়োজন হবে। এখন কম্পিউটারে উক্ত ইউএসবি স্টিকটি সংযুক্ত করতে হবে। আর হ্যাঁ, ইউএসবি ড্রাইভে আপাতত কোনও গুরুত্বপূর্ণ ফাইল না রাখাই ভালো হবে। কারন পরবর্তী ধাপে আমরা ইউএসবি ড্রাইভটি ফর্ম্যাট করে নিব।
ইউএসবি স্টিকটি কম্পিউটারে লাগিয়ে নিন |
মেথড 4: Windows 7 USB DVD Tool এর মাধ্যমে পেনড্রাইবে Windows 11 ইন্সটল করা [চিত্রগুলো ফলো করুন]
Windows 7 USB/ DVD Tool খুলুন।
Windows 7 USB/DVD Tool টি Open করুন |
এবং Browse এ ক্লিক করে Windows 11 ISO ফাইলটি আপনার কম্পিউটারের কোন ড্রাইভে আছে সেখান থেকে সিলেক্ট করে নিন [চিত্রে 1 এর মাধ্যমে আইএসও সিলেক্ট করা হয়েছে এবং ২ এর মাধ্যমে তা ওপেন করা হয়েছে]।
Sellect Windows 11 ISO file |
এবার ইউএসবি ডিভাইস বাটনটি ক্লিক করুন
Click on USB Device Button |
নিচের চিত্রের মত ইউএসবি ড্রাইভটি নির্বাচন করে নিন এবং সিলেক্ট করার পর Begin copying Button এ click করুন।
Select USB Drive |
USB Device এর পূর্বে র ডাটা মুছে ফেলার জন্য Erase USB Device Buttonটি Click করুন।
Select Erase USB Device Button |
Bootable USB Device Created Successfully |
মেথড 5: BIOS সেটিংস থেকে বুট প্রাইওরিটি হিসাবে ইউএসবি সিলেক্ট করুন
এই মেথডটি খুবই গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট কঠিন। এ পর্যায়ে আমাদেরকে কম্পিউটারের BIOS সেটিংসের বুটিং অগ্রাধিকার অপশন থেকে ইউএসবি ড্রাইভ অপশনটি নির্বাচন করতে হবে।
সেটি করার জন্য প্রথমে আপনার কম্পিউটারটি রিস্টার্ট দিন এবং BIOS মোডে যেতে F12, বা F2 বা ডেল কী টিপুন। BIOS Mode ওপেন হলে বুট ট্যাবটিতে যান এবং Boot Priority1 হিসাবে ইউএসবি ড্রাইভ সিলেক্ট করুন।
আপনার ল্যাপটপ/ডেক্সটপের ব্র্যান্ডের উপর নির্ভর করে BIOS Hot Key আলাদা হতে পারে। |
মেথড 6: BIOS এ Boot Priority1 হিসাবে USB সেট করার পরে আপনার কম্পিউটার Restart দিন
রিস্টার্ট দেওয়ার পর আপনার কম্পিউটারটি চালু হলে নিচের স্ক্রিনটিশটগুলো ধাপে ধাপে দেখতে পাবেন এবং প্রতিটি ধাপ ভালোভাবে অনুসরন করুন এবং Windows 11 ইনস্টলেশন লোড করা জেনে নিন।
রিস্টার্ট দেওয়ার পর ডিসপ্লেতে প্রথমে Press Any Key দেখালে Keyboard এর যে কোন একটি key তে চাপ দিন
Press any key |
select windows 11 language and time zone |
ইনস্টলেশন চালু করার জন্য ইনস্টল বাটনে ক্লিক করুন
click on install now to begin installation |
Windows 11 এর বিভিন্ন সংস্করণ থেকে আপনার পছন্দের যে কোন একটি সিলেক্ট করে Next দিন
select windows 11 version you wish to install |
কাস্টম Windows ইনস্টলেশন সিলেক্ট করুন
select custom windows installation |
আপনি যে ড্রাইভে Windows 11 ইনস্টল করতে চান সে ড্রাইভটি সিলেক্ট করে Next দিন।
select drive in which you need to install windows 11 |
পরের উইন্ডোতে Windows 11 ইন্সটল এর জন্য প্রয়োজনীয় ফাইল কপি করা শুরু হবে। সম্পূর্ন কপি না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
Copying for Installation |
এবার আপনার দেশ এবং অঞ্চল নির্বাচন করুন
select your country and region |
ভাষা এবং কীবোর্ড সেটিংস সিলেক্ট করুন
choose language & keyboard settings |
অটো আপডেট এড়াতে ইন্টারনেট নির্বাচন করবেন না
do not select internet to avoid auto update |
Windows 11 এর জন্য ব্যবহারকারীর নাম দিন
Windows 11 সিস্টেমের জন্য পাসওয়ার্ড দিন (যদি দিতে চান, না দিলেও সমস্যা নেই)
পাসওয়ার্ড মনে রাখার জন্য সম্পূর্ণ সুরক্ষার প্রশ্ন (পাসওয়ার্ড না দিলে এটি দেখাবে না)
complete security questions |
আপনার প্রয়োজন অনুযায়ী প্রাইভেসিগুলো এনাবল/ডিজেবল করে Next দিয়ে দিন।
Choose privacy settings |
Windows 11 Installation এখন সমাপ্ত হচ্ছে
windows 11 is now finishing installation |
Windows 11 এখন সম্পূর্ণ প্রস্তুত
আপনার Windows 11 Installation সম্পন্ন হয়েছে। এখন আপনি নতুন Windows এর মজা উপভোগ করুন এবং Windows 11 Install করাতে যদি কোনও ত্রুটির দেখা পান তাহলে আমাদেরকে জানান।